ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ঢাবি হলে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মারা গেছেন। বুধবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নাম তোফাজ্জল, তার বাড়ি বরিশালের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠাল তলি ইউনিয়নে। জানা গেছে, তার বাবা-মা কেউ জীবিত নেই।

পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে তাকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সাড়ে আটটা থেকে নয়টার দিকে ফজলুল হক হলে তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছু ফোন নম্বর মুখস্ত বলে দেন, যেগুলো সঠিক বলে প্রমাণিত হয়। এতে সন্দেহ আরও বাড়লে তাকে মারধর করা হয় এবং পরে ক্যান্টিনে খাওয়ানো হয়। দীর্ঘ জেরার ফলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, যার পর তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং নিয়মিত ক্যাম্পাসে ঘোরাঘুরি করতেন, সেখান থেকেই তিনি হলে ঢুকে পড়েছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি